নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগর বিএনপি মহানগরীর রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, শাহাব উদ্দিন, উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী, শহীদ আহমদ, মাজহারুল ইসলাম ডালিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল। পরিচালনায় ছিলেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক।
Leave a Reply