সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, খালেদা জিয়া মুক্তি পরিষদের জেলা আহবায়ক অ্যাডভোকেট মাসুক আলম, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল ও অ্যাডভোকেট শেরেনূর আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, বিএনপি নেতা আব্দুল জলিল ও অ্যাডভোকেট কামাল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা ও প্রহসনমূলক মামলা দিয়ে আটকে রেখেছে।
Leave a Reply