নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে কেন্দ্রীয় শহিদমিনারে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ অভিযোগ করেন।
বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
সুনামগঞ্জেও বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। সকালে পুরাতন বাসট্যান্ড এলাকায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান ও আকবর আলী।
হবিগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে সকালে পৌরসভা মাঠে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, মহিলা দল নেতা ফয়জুন নাহার লীনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, মনজুর উদ্দিন শাহীন, নূরুল ইসলাম, দেওয়ান ফুয়াদ ও রুবেল চৌধুরী।
Leave a Reply