মৌলভীবাজার প্রতিনিধি : জিয়া অরফানেজ দুনীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হওয়ায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে।
বৃহম্পতিবার দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক আনন্দ মিছিল নিয়ে রাজপথে নামেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ ও যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।
আনন্দ মিছিলটি চৌমোহনা থেকে বের হয়ে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
Leave a Reply