নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর রেজিস্টারি মাঠ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ ও শাকিলুর রহমান।
বক্তারা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে প্রহসনমূলক বলে আখ্যায়িত করেন।
Leave a Reply