নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মহানগরীর রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, জেলা সভাপতি আবুল কাহের শামীম, মহানগর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
Leave a Reply