সুনামগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী ও অ্যাডভোকেট আব্দুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তাই আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবেনা। আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।
Leave a Reply