হবিগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, দলের জেলা সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল হক ও যুবদল সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ।
বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে ও তার সুচিকিৎসার ব্যবস্থা না করলে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে।
Leave a Reply