হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাস্তায় নামার সাথে সাথে পুলিশ বাধা সৃষ্টি করে আটকে দেয়। এ সময় পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের প্রচণ্ড বাকবিতণ্ডা হয়।
পরে বাধার মধ্যেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন. কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ ও ছাত্রদলের সভাপতি এমদাদুর রহমান ইমরান।
Leave a Reply