হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে শনিবার দুপুরে শায়েস্তানগর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চিড়িয়াখানা রোড এলাকায় পৌঁছলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নেতা জি কে গউছ, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট সামছু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও ছাত্রদল সভাপতি রুবেল আহমদ।
বক্তারা বলেন, গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। তার মুক্তির জন্য সকল নেতাকর্মীকে মাঠে নামতে হবে।
Leave a Reply