নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা ও ‘উদ্দেশ্য প্রণোদিত’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মহানগরীর জিন্দাবাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, যোগাযোগ সম্পাদক আলাউদ্দিন আলাই, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম নেছার ও ইয়াহিয়া বিন আনোয়ার। পরিচালনায় ছিলেন, সামছুল ইসলাম টিটু।
Leave a Reply