নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দলের সিলেট জেলা ও মহানগর শাখা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বাদ জোহর মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
বিক্ষোভ মিছিল শেষে জিন্দাবাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর সভাপতি নাসিম হোসেইন।
বিএনপির বিক্ষোভ মিছিল শুরুর আগে জোহরের নামাজ চলা অবস্থায় কোর্ট পয়েন্টে কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণ থেকে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। তারা স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানিয়েছে, এ সময় জামায়াতে ইসলামীর কর্মী সন্দেহে ২ জনকে আটক করা হয়।
Leave a Reply