সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, খালেদা জিয়ার জামিন সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। এ ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ নেই।
তিনি আরো বলেছেন, আদালতের রায় সবাইকে মানতে হবে। খালেদা জিয়ার জামিন নিয়ে তার আইনজীবীরা যা করেছেন তা অত্যন্ত লজ্জার। এ ধরনের কর্মকাণ্ড কোন সভ্য দেশে চলতে পারে না
বৃহস্পতিবার সকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়ােজিত মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সুনামগঞ্জ চেম্বার সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন ও প্রশাসক শরিফুল ইসলাম।
Leave a Reply