সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সুনামগঞ্জে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার দুপুর ১২টায় পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি পয়েন্টে পৌছলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সেলিম আহমদ, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, সামছুজ্জামান, আনোয়ার জাবেদ, রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ ও হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রেজাউল করিম, মমিনুল হক কালারচাঁন, সোহেল মিয়া, আল আমীন প্রমুখ।
Leave a Reply