সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ও সিলেট-জকিগঞ্জ সড়ক সহ খানা-খন্দে ভরা যান চলাচলের অনুপযোগী সিলেটের অধিকাংশ রাস্তা দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন।
একই সাথে তারা কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও সরকারের কাছে দাবি রেখেছেন।
এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এসব দাবি জানিয়ে বলেছেন, সিলেট জুড়ে অধিকাংশ রাস্তার দিকে তাকালেই ক্ষমতাসীন ‘অবৈধ’ সরকারের উন্নয়নের নামে জাতির সাথে তামাশার দৃশ্য সবার চোখে ধরা পড়ে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার রাস্তার এত বেহাল দশা দেশ স্বাধীন হওয়ার পর কখনো হয়নি। ঐ রাস্তাটি যান চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে যান চলাচলের কারণে ঘটছে নানা দুর্ঘটনা। খানা-খন্দে ভরা রাস্তা দিয়ে হেলেদুলে চলা যানবাহন সমূহে এক ঘণ্টার রাস্তা যেতে লাগে ৪/৫ ঘণ্টা। একই অবস্থা সিলেট-জকিগঞ্জ সড়কেও। সরকার দুর্নীতি আর লুটপাট করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হলেও রাস্তা সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করছেনা।
এদিকে কয়েক দফা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দফায় দফায় বন্যায় কৃষকদের কষ্টের ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষক সমাজ যখনই ফসল উৎপাদনে উদ্যোগী হয়েছেন ঠিক তখনই অকাল বন্যায় তাদের বীজতলা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এরপরও কৃষক সমাজ ফসল উৎপাদনে আবারো উদ্যোগ নিয়েছেন; কিন্তু বর্তমানে অধিকাংশ ধান ক্ষেতে পোকা-মাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। ফলে পুনরায় হুমকির মুখে পড়েছে কৃষকদের কষ্টার্জিত ফসল। এই মুহুর্তে এই ফসল রক্ষায় পোকা-মাকড় দমনকারী ওষুধের প্রয়োজন। এছাড়াও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণের পাশাপাশি কৃষকদের মাঝে বিনাসুদে কৃষি ঋণ বিতরণ করতে হবে। কৃষকসমাজ যদি বারবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কৃষিকাজে নিরুৎসাহিত হবে-দেশে খাদ্য সংকট দেখা দেবে। তাই ক্ষমতাসীন সরকারের মধ্যে যদি কৃষকদের জন্য ন্যূনতম ভালবাসা থাকে তাহলে সরকারকে কৃষকদের বৃহত্তর কল্যাণের স্বার্থে তাদের মাঝে বিনাসুদে কৃষি ঋণ প্রদান এবং বিনামূল্যে বীজ, সার ও পোকা দমনকারী ওষুধ বিতরণ করতে হবে।
Leave a Reply