নিজস্ব প্রতিবেদক : সিলেটের খাদিমনগর বিসিক এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এলাকার বিশিষ্ট মুরবিব জমির আলী সহ ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জমির আলী ও অপর ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্রিকেট খেলা নিয়ে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ছাত্রলীগের রকি গ্রপের সদস্য আশরাফ। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রকি গ্রুপ বিসিক এলাকায় আলাইর মার্কেটে ছাত্রলীগের আলাই গ্রুপের উপর হামলা চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতেই কয়েক রাউন্ড গুলি বর্ষণ এবং একটি গাড়ি ও আলাইর মার্কেট এলাকার জমির আলীর কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-তামাবিল সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এছাড়া দিগন্ত আবাসিক এলাকায় দুটি বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের রকি গ্রুপ ও আলাই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ২০১৬ সালে এক শ্রমিক নিহত হয়।
Leave a Reply