নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরী সংলগ্ন সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নবাসীর স্পষ্ট দাবি, হয় পুরো ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হোক-না হয় পুরোপুরি বাদ দেওয়া হোক। এই দাবিতে ইউনিয়নবাসী মানববন্ধনও করেছেন।
শনিবার সকালে পীরেরবাজারে আয়োজিত কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
মানববন্ধনে বক্তারা ঘোষণা করেন, খাদিমপাড়াবাসী সবসময়ই ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোন উদ্যোগ সফল হবেনা।
তারা ইউনিয়নবাসীর দাবির প্রতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফফরুল ইসলাম দুলুর পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, মুর্শেদ আলম চৌধুরী মাসুম, ছাব্বির চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মুছব্বির, বাছন মিয়া, ইফতেখার আহমেদ লিমন, রুমি চৌধুরী, ফয়জুল হক, জমির উদ্দিন ও বদরুল ইসলাম।
Leave a Reply