নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উপকণ্ঠে খাদিমনগর চা বাগান গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সিলেট মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা ও মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আল আজাদ, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান ও সিলটিভির বার্তা উপদেষ্টা মুুজিবুর রহমান ডালিম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান শামীম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলন কর্মকার, সহ সভাপতি রবু মিয়া ও সাধারণ সম্পাদক নান্টুর রঞ্জন সিংহ।
বক্তারা বলেন, চা শ্রমিকরা বাঙালির স্বাধিকার আন্দোলন ও মহান মুুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে।
তারা শহীদ চা শ্রমিকদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
একাত্তরের ১৯ এপ্রিল সকাল ১০টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী সিলেট মহানগরী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খাদিমনগর চা বাগানের উত্তর লাইনে ২২ জন চা শ্রমিককে ধরে এনে একটি ঘরে ঢুকিয়ে ব্রাশফায়ার করে। এতে শহীদ হন ২০ জন। তবে আহত হয়েও নারায়ন দাস ও শৈলেন মান্না নামের দুই জন পালিয়ে যেতে সক্ষম হন।
পাকিস্তানি হানাদার বাহিনী খাদিমনগর চা বাগানে নারী নির্যাতনও চালিয়েছিল। বেগম, রোকেয়া, আলো, আলেয়া, বাতাসিয়া রুহিদাস, রেবতী মাহালি ও কুসুম বোনার্জি পশ্চিমাদের পাশবিক নির্যাতনের শিকার হন।
Leave a Reply