নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘করোনা’ চিকিৎসা সুবিধা সম্প্রসারণে সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার থেকে সদর উপজেলার খাদিমনগরে অবস্থিত খাদিমপাড়া হাসপাতালে আইসোলেশন সেন্টার চালু হচ্ছে।
এজন্যে ৩১ শয্যার এই হাসপাতালে জনবল হিসেবে সিলেট কিডনি ফাউন্ডেশন ৪ জন নার্স, ৪ জন ওয়ার্ডবয়, ৪ জন ক্লিনার ও পরিচ্ছন্নতাকর্মী এবং একজন সুপারভাইজার সহ মোট ১৩ জনকে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার খাদিমপাড়া হাসপাতালে নিয়োগপ্রাপ্তদের পরিচিতি পর্ব শেষে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী এবং ডা মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার।
Leave a Reply