নিজস্ব প্রতিবেদক : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ চূড়ান্ত হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার সকালে মহানগরীর উপকণ্ঠে খাদিমনগর এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করে স্থানটি চূড়ান্ত করেন।
অর্থমন্ত্রী জানান, ২৯ জুন জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল পাশ হবে।
এ বছরেই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এ সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও সহ সভাপতি ডা মোর্শেদ আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply