সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামে তানভীর আহমদের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার খাদিমনগর ইউনিয়নে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
খাদিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাতিত্বে ও সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছালেহপুর জামে মসজিদের মোতাওয়াল্লি মানিক মিয়া, বাইশটিলা জামে মসজিদের মোতাওয়াল্লি হাদিস মিয়া, গোধূলি সমাজকল্যাণ সংস্থার সভাপতি নূরুল আমিন, ইউপি মেম্বার সাকিব মিয়া সাকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল গণি ও জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সভাপতি আবুল হোসেন খান।
বক্তারা হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply