নিজস্ব প্রতিবেদক : সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সকাল ১১টায় সাক্ষগ্রহণ শুরু হয় মামলার বাদি খাদিজা বেগম নার্গিসের চাচা আব্দুল কুদ্দুসের জবানবন্দি নিয়ে। পরে এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি সহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা আদালতে সাক্ষ্য দেন।
১১ই ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ মামলায় ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।
২৯শে নভেম্বর আদালতে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়।
এর আগে ৮ই নভেম্বর বদরুল আলমকে একমাত্র আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
সাক্ষীদের প্রত্যাশা বদরুল আলমের সর্বোচ্চ শাস্তি। মামলার বাদিও একই দাবি করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মিছবাহ উদ্দিন সিরাজ আশা করছেন, এক মাসের মধ্যে এ চাঞ্চল্যকর মামলাটির নিষ্পত্তি হবে।
Leave a Reply