নিজস্ব প্রতিবেদক : সিলেটে খাদিজা হত্যা চেষ্টা মামলায় দ্বিতীয় দিনে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহানগর মুখ্য হাকিম আদালতে মামলার একমাত্র আসামি বদরুল আলমের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
বদরুল আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট সরাবন তহুরা, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং চিকিৎসকও সাক্ষ্য দিয়েছেন।
এই চাঞ্চল্যকর মামলার সাক্ষী একজন বেড়ে ৩৭-এ দাঁড়িয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। বিচারক সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১৫ই ডিসেম্বর ধার্য করেছেন বলে অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানিয়েছেন।
বিচারক ঐ দিন খাদিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন।
Leave a Reply