নিজস্ব প্রতিবেদক : সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যার চেষ্টা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এই অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে দুই মাসের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ শুরু হলো।
আদালত অভিযোগ গঠন শেষে ৫ই ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেছে। এ মামলায় ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।
অন্যদিকে আসামি বদরুল আলমের পক্ষে আইনজীবী সাজ্জাদুর রহমান আদালতে জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।
খাদিজা বেগম নার্গিস হত্যার চেষ্টা মামলায় ৮ই নভেম্বর বদরুল আলমকে একমাত্র আসামি করে আদালতে শাহপরান থানা পুলিশ অভিযোগপত্র দেয়।
৩রা অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে বদরুল আলম কুপিয়ে গুরুতর আহত করে।
পরদিন খাদিজা বেগম নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বাদি হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply