সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান সহ অন্যরা।
মঙ্গলবার বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ খাদিজা বেগম নার্গিসের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের খোঁজখবর নেন এবং ধৈর্য্য ধরার পরামর্শ দেন। এছাড়া সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব এমদাদুর রহমান, যাদুশিল্পী মো বেলাল উদ্দিন, সংগঠনের সংস্কৃতি সম্পাদক ও কণ্ঠশিল্পী তুহিন আহমদ, মানবাধিকার কর্মী শাহেদা বেগম প্রমুখ।
Leave a Reply