নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি শাখার সহ সম্পাদক বদরুল আলমকে একমাত্র আসামি করে মহানগর পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে।
বুধবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপ পরিদর্শক হারুন-উর-রশিদ অভিযোগপত্র দাখিল করেন। এর ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে।
আাদলত সূত্রে জানা গেছে, ১৫ই নভেম্বর অভিযোগপত্রে উপর শুনানি অনুষ্ঠিত হবে।
বদরুল আলম ৩রা অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে অাটক ও গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করা হয়।
এ ঘটনায় পরদিন খাদিজা বেগম নার্গিসের চাচা আব্দুল কুদ্দুছ বাদি হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করেন।
বদরুল আলম ৫ই অক্টোবর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পরবর্তী সময়ে ছাত্রলীগ বদরুল আলমকে সংগঠন থেকে এবং শাবিপ্রবি কর্তৃপক্ষ তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে।
Leave a Reply