নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুল আলমের শাস্তির দাবিতে মহানগরীতে কর্মসূচি অব্যাহত রয়েছে।
তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল করেন। সড়ক অবরোধ ও সমাবেশ করেন চৌহাট্টায়। এ সময় জানানো হয়, বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ ও বিক্ষোভ সমাবেশ করা হবে।
সমাবেশ থেকে ৪ দফা দাবি উত্থাপন করা হয়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, আসামি পক্ষে কোন আইনজীবীর কাজ না করা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে এমসি কলেজ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে মানববন্ধন করা হয়।
Leave a Reply