জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সন্ত্রাসীদের কোন দল নেই। তারা দেশ ও জাতির শত্রু খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারী বদরুল আলম একজন নরপশু। এ ধরনের অপরাধীকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহত্তর টুকেরবাজার সহ সদর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন করা হয় হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ নেতা মো আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সেয়দা জৈবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হিরন মিয়া ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শহিদ।
সাহেবেরগাঁও সমাজকল্যাণ যুব পরিষদের সভাপতি ফুল মিয়া ও চেতনায় ৭১ বাংলাদেশের সমন্বয়কারী মনির হোসাইনের যৌথ পরিচালনায় মানববন্ধনে টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদ, স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংস্থা, মানবাধিকার উন্নয়ন সংস্থা জালালাবাদ, সবুজ বাংলা সমাজকল্যাণ যুব সংঘ, টুকেবাজার বধির প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, সাহেবেরগাঁও সমাজকল্যাণ যুব পরিষদ, চরুগাঁও সমাজকল্যাণ যুব পরিষদ, প্যাসিবিক ক্লাব অব বাংলাদেশ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জালালাবাদ, সোনালী সংঘ ও নবীন জাগরণ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন।
Leave a Reply