সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর সন্ত্রাসী বদরুল আলমের হামলার প্রতিবাদে ও হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুড রিলেশন গ্রুপ ও আল ইখওয়ান যুব সংঘ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সামনে এই কর্মসূচি পালন করা হয়।
গুড রিলেশন গ্রুপের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিমুর রিয়াজের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গুড রিলেশন গ্রুপের সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহফুয, সমাজসেবা সম্পাদক মহসিন উদ্দিন তালুকদার, ছালেহ আহমদ, কাবুল আহমদ, ময়নুল ইসলাম, ছানওয়ার আহমদ, আব্দুল্লাহ আশিক, তায়েফ খান, আল ইখওয়ান যুব সংঘের সভাপতি কামাল আহমদ কালা, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সম্পাদক কাজী লুৎফুর রহমান, সহ সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।
Leave a Reply