নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অমান্য করে সরকারি কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যার চেষ্টা মামলায় হামলাকারী বদরুল অলমের পক্ষে একজন অাইজীবী আদালতে দাঁড়িয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এ সময় আসামি বদরুল আলমের পক্ষে আইনজীবী সাজ্জাদুর রহমান আদালতে তার জামিন আবেদন জানান; কিন্তু আদালত তা নামঞ্জুর করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম এ সম্পর্কে সাংবাদিকদের জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি সহ আইনজীবীরা খাদিজা বেগম নার্গিসের পক্ষে আদালতে হাজির হয়ে বদরুল আলমের জামিনের আবেদনের বিরোধিতা করেন।
তবে মৌলিক অধিকার বলে একজন আইনজীবী বদরুল আলমের পক্ষে আদালতে হাজির ছিলেন বলে তিনি নিশ্চিত করেন।
Leave a Reply