সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যা চেষ্টাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ নেতৃবৃন্দ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভায় এ দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা মিনহাজ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, মুক্তিযোদ্ধা মো মানিক মিয়া, মো মুহিবুল ইসলাম ফটিক, আব্দুল মুনিম লাহীন, রেশমা ইয়াছমিন চৌধুরী, মো সাজু আহমদ, জাকারিয়া আহমদ মুমিন, আবুল কাশেম ও হেলাল তপাদার। পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো বদরুল ইসলাম জাহাঙ্গীর।
সভায় বৃহত্তর সিলেটের বিভিন্ন দাবির সমর্থনে ২৯শে অক্টোবর বিকেল ৩টায় কোর্ট পয়েন্টে জনসভার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply