বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকারের মদদেই ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় সিলেট সহ সারা দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী এমসি কলেজে প্রকাশ্য দিবালোকে সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলমের হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এই নরপিশাচকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোন সন্ত্রাসী এমন বর্বর কর্মকাণ্ড না করতে পারে।
বৃহস্পতিবার দুপুরে খাদিজা বেগম নার্গিসের উপর বর্বর হামলার প্রতিবাদে মহানগরীর কোর্ট পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানববন্ধন পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন বিএনপি নেতা আহমেদুর রহমান চৌধুরী মিলু। বক্তব্য রাখেন বিএনপির সাবেক জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সদর উপজেলা সভাপতি আফরোজ মিয়া, সাবেক মহানগর সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, অন্যতম নেতা একেএম তারেক কালাম, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, বিশ্বনাথ উপজেলা সভাপতি জালাল উদ্দীন, গোলাপগঞ্জ পৌর সভাপতি মশিকুর রহমান মহি, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু, অন্যতম নেতা অ্যাডভোকেট আক্তার হোসেন খান, নাহিদুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মানিক, মঞ্জুরুল কাদির শাফী, আজির উদ্দীন, সুরমান আলী, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন প্রমুখ।
Leave a Reply