সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যার চেষ্টাকারী ছাত্রলীগ নেতা বদরলে আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় মানবাধিকার ইউনিটি সুনামগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা মানবাধিকার ইউনিটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার ইউনিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন, জেষ্ঠ সহ সভাপতি মাসুক মিয়্, সহ সভাপতি মহিউদ্দিন আহমদ, দোয়ারাবাজার শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে এই মামলা দ্রুত বিচারের আওতায় বদরুল আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply