নিজস্ব প্রতিবেদক : খাদিজা বেগম নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক আহত করার কথা স্বীকার করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা বদরুল আলম আদালতে জবানবন্দি দিয়েছে।
সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে শরাবান তহুরার আদালতে বুধবার বিকেলে সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সহকারী পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম জানান, বদরুল আলম আদালতে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে মরণাপন্ন করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
জবানবন্দি শেষে বিকেল সোয়া ৪টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত জনতা বদরুল আলমের ফাঁসি চেয়ে স্লোগান দেয়। অনেকে থুথু থুথু নিক্ষেপ করে।
সকালে বদরুল আলমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শাহপরান থানায়। সেখানে সে আদালতে জবানবন্দি দিতে রাজি হলে তাকে বিকেল ৩টায় আদালতে হাজির করা হয়।
সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগমকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যাবার সময় বদরুল আলম গণধোলাইয়ের শিকার হয়। পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply