কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাসরিন জাহান ফতেমা বলেছেন, একজন সুস্থ ও সবল মা-ই একটি সুস্থ সন্তানের জম্ম দিতে পারেন। একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে মা, মাটি ও মানুষকে ভালবাসবে এবং মাদক, মিথ্যা ও মুখস্তবিদ্যা বর্জন করবে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আসগর ও দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ওয়াহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক আব্দুস সালাম, সিরাজ মিয়া, জামাল উদ্দিন, হারন উর রশীদ. কামাল উদ্দিন, শরিফ উদ্দিন, শওকত আলী, আব্দুল হান্নান, আফিয়া বেগম, হাসনা বেগম, শিক্ষক জাহানারা বেগম, দীপ্তি রাণী দাস, সালমা বেগম, সালমা আক্তার, সেবলি বেগম, শফিকুল ইসলাম, নিপা রানী দেবী প্রমুখ।
Leave a Reply