৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে খাগড়াছড়িতে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ২ জন আটক হয়েছে।
৭ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজ খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো রোকনুজ্জামান ও পুলিশ পরিদর্শক (টিটি) মুকুল বিকাশ চাকমার নেতৃত্বে বুধবার, ২৪ দুপুর পৌণে ২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেড়াছড়ার স্টাইল রেস্টুরেন্ট এই অভিযান পরিচালনা করা হয়। আটক করা হয় অংচিংহ মারমা (২২, পিতা উচাংতুয়াই মারমা, রায়খালি, চন্দ্রঘোনা, বান্দরবান, বর্তমান ঠিকানা আপার পেড়াছড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি) ও উথাইসিং মারমাকে (২৫, পিতা মৃত উসাপ্রু মারমা, আপার পেড়াছড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি)। তবে অংক্য মারমা (৩৫, পিতা অজ্ঞাত, আপার পেড়াছড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি) নামের একজন পালিয়ে যায়।
আটককৃতদের নিকট থেকে ৮০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশী মদ, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় চোলাই মদ, ৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তথ্য বিবরণী
Leave a Reply