নিজস্ব প্রতিবেদক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিলেট মহানগরীর মিরাবাজার খাঁরপাড়ায় মা ও ছেলে হত্যা মামলার তদন্ত শুরু করেছে।
বুধবার সকালে পিবিআইর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিকের নেতৃত্বে একটি দল খাঁরপাড়ায় যে বাসায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, সেখান থেকে নানা আলামত জব্দ করে। এসময় অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনে ব্যবহৃত কিছু জিনিসপত্রও উদ্ধার করা হয়।
গত পয়লা এপ্রিল খাঁরপাড়া মিতালি ১৫ নম্বর বাসার নিচতলা থেকে বিউটিশিয়ান রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন থানায় মামলা দায়ের করলে পুলিশ নাজমুল হাসান নামের এক যুবককে গ্রেফতার করে। পিবিআই গ্রেফতার করে ঐ বাসায় আশ্রিতা তানিয়া আক্তার ও তার স্বামী মামুনকে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Leave a Reply