নিজস্ব প্রতিবেদক : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদু-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্পের সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক জড়িত। কারণ সুন্দরবন ধ্বংস হয়ে গেলে দেশে লবণাক্ত পানির পরিমাণ বেড়ে যাবে, প্রাণ-প্রকৃতি-পরিবেশ নষ্ট হবে এবং বিশ্ব ঐতিহ্য বিলীন হয়ে যাবে।
তিনি আরো বলেছেন, দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনে কারো আপত্তি নেই; কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বনের বিকল্প গাছ হতে পারেনা। নতুন করে সুন্দরবন গড়ে তোলার কথা নির্বোধের উক্তি ছাড়া কিছু নয়। কারণ সুন্দরবন সাধারণ কোন বনাঞ্চল নয়। এরকম একটি বন গড়ে উঠতে হাজার বছর লাগে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিকল্প আছে; কিন্তু সুন্দরবনের বিকল্প নেই।
তিনি বলেন, সরকার দেশের স্বার্থ না দেখে ভারতের বিভিন্ন কোম্পানির স্বার্থ রক্ষা করছে। যুক্তির জায়গায় প্রয়োগ করছে শক্তি। এতে সরকারের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে।
বাংলাদেশ ভারত, চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে বলে তিনি অভিযোগ করেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেটের আহ্বায়ক ব্যারিস্টার মো আরশ আলীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের পরিচালনায় বিভাগীয় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকী, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় সদস্য ফকরুদ্দিন কবির আতিক, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী কল্লোল মোস্তফা, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আমিরুন নুজহাত মনিষা, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সিলেটের সদস্য ধীরেন সিংহ, সিকান্দর আলী, মৌলভীবাজারের সদস্য সচিব ময়নুর রহমান মগনু, হবিগঞ্জের সদস্য অ্যাডভোকেট জুনায়েদ আহমদ, সুনামগঞ্জের সদস্য সত্যজিৎ চন্দন ও জুনেদুর রহমান চৌধুরী।
Leave a Reply