সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ টানা বর্ষণ, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের ক্ষতিগ্রস্ত বোরো ফসল দেখতে গিয়েছিলেন।
রবিবার বিকেলে তিনি উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ঝিলকার হাওর, ডাঙ্গিনা হাওর ও হাকারুর হাওর এবং জালালাবাদ ইউনিয়নের চাতলা হাওর, খারইল হাওর, দাবাদা হাওর ও খড়িল হাওর এলাকায় তলিয়ে যাওয়া বোরো ফসল পরিদর্শন করেন।।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনফর আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক খান, আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহিত আলম শফিক, নূর মিয়া, আনিস মিয়া, মন্তকা আহমদ, কমর আলী মেম্বার, শরিফ আলী মেম্বার, মানিক মেম্বার, মুজাহিদ আলী মেম্বার, শাহবাজ আহমদ মেম্বার, সাবেক মেম্বার নজমুল ইসলাম মুজিব, যুবলীগ নেতা আব্দুল আজিজ ও তাজ উদ্দিন।
Leave a Reply