ক্রীড়াঙ্গন প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোর নিববন্ধন দেওয়ার ক্ষেত্রে আইন পরিবর্তন করে বাণিজ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনা যায় কি না, তা ভাববার সময় এসেছে।
শনিবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিামের আউটার স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্লাবগুলো কি ব্যবসা করছে এবং তাদের আয়-ব্যয়ের খাতগুলো জবাবদিহিতার আওতায় আনা উচিত। প্রয়োজনে খেলাধুলায় যে ক্লাবগুলো ভাল করছে তাদেরকে আর্থিক সহায়তা দেয়ার কথাটিও সরকারের ভাবনায় রয়েছে।
ক্লাব পরিচালনার দায়িত্বে ক্রীড়া সংগঠকদের প্রাধান্য দেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
Leave a Reply