ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মহানগরীর রিকাবীবাজারে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুদ্দোজা বদর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক আলী আশরাফ চৌধুরী খালেদ।
সাধারণ সভায় সংগঠনিক বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে সাধারণ সদস্য বক্তব্য রাখেন।
পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ চৌধুরী খালেদকে সভাপতি, চয়ন চৌধুরীকে সহ সভাপতি, সাদিকুর রহমান সাকীকে সাধারণ সম্পাদক, হাসান মোহাম্মদ শামীমকে সহ সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ এবং বদরুদ্দোজা বদর, আব্দুর রশীদ রেনু, শফিকুর রহমান চৌধুরী, মান্না চৌধুরী, আহবাব মোস্তফা খান ও মিজান আহমদকে নির্বাহী সদস্য করে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
Leave a Reply