‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করলো সিলেট জেলা ক্রীড়া উন্নয়ন সংস্থা।
বুধবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
সভায় সভাপতিত্ব করেন যুবনেতা আ হ ম শামীম ইকবাল। বক্তব্য রাখেন যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ শেফুল, মিছবাউল করিম, মাহমুদ হোসেন খান, দেলোয়ার হোসেন দিলাল, আব্দুর রহমান, ইমাম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম জাহেদ, জাহির উদ্দিন, মো খোকন বেগ, সুমন আহমদ, বাবুল আহমদ, ইমরান আহমদ, ইসলাহ উদ্দিন আহমদ বাবলু, ফুরকান আহমদ তালুকদার ও শাহ লোকমান আলী। পরিচালনায় ছিলেন যুব সংগঠক রোটারেক্টর এম বাবর লস্কর।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আ হ ম শামীম ইকবালকে আহ্বায়ক, শেখ তোফায়েল আহদ সেফুল ও দেলোয়ার হোসেন দিলালকে যুগ্ম আহ্বায়ক এবং এম বাবর লস্করকে সদস্য সচিব করে ২৫ সদস বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, এম ইকবাল হোসেন, মিছবাউল করিম, মো আব্দুর রহমান, মাহমুদ হোসেন খান, ইমাম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম জাহেদ, মো খোকন বেগ, সুমন আহমদ, বাবুল আহমদ, ফুরকান আহমদ তালুকদার, ইমরান আহমদ, আজির মিয়া, মো জাহির উদ্দিন, ইমরানুর রহমান এমরান, মুহিদুজ্জামান লাভলু, আকতার হোসেন, ইমতিয়ার হোসেন আরাফাত, শাহ মো লোকমান আলী, ইয়াছিন সুমন, ইসলাহ উদ্দিন আহমদ বাবলু, এটিএম হামিদ ও মো রইছ উদ্দিন রায়হান।
Leave a Reply