গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ক্রিকেট খেলা বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন পরিচিতি দিয়েছে। দেশের সুনাম বৃদ্ধি করেছে।
শুক্রবার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরী ক্রিকেট গ্রাউন্ডে আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল হাকিম চৌধুরী বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ইউনিয়নের শিক্ষার্থী ও যুব সমাজকে ক্রিকেটপ্রেমী করে তুলবে।
টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রভাষক আজমান শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিনের পরিচালনায় এতে অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সমাজসেবী জসিম উদ্দিন, ইউনুছ আলী, আব্দুল মনাফ সরকার, ফয়জুল হাসান, ফারুক আহমদ, জাকারিয়া ইকবাল, শোয়াইবুর রহমান, আব্দুল মালিক, সালেহ আহমদ, প্রভাষক ইমরান আহমদ, অ্যাডভোকেট মোবারক হোসেন ও আব্দুল কাদির সুমন।
Leave a Reply