স্বজনপ্রীতি ও আঞ্চলিকতার অভিযোগ এনে নবগঠিত ক্যামব্রিজ বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যাখান করে ৪১ জন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার রাতে ক্যামব্রিজের একটি রেস্টুরেন্টে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেপুর মিয়ার সভাপতিত্বে ও শামসুদ্দিন আহমদ বাবলুর পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন, মাহবুব খান নোমান, আযম আলী, বদরুল ইসলাম সেলিম, শামসুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতি সাথে জড়িত ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন না করে এই কমিটি করা হয়েছে। এমনকি ক্যামব্রিজ এলাকার বাসিন্দা নন এমন কাউকে কাউকেও স্থান দেয়া হয়েছে কমিটিতে। স্বজনপ্রীতি করে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, যারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি পালন করে আসছেন তাদেরকে সাধারণ সদস্য হিসেবে রেখে তাদের রাজনীতিকে শেষ করার ষড়যন্ত্র করা হয়েছে।
তারা বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মতামতকে তোয়াক্কা না করে একটি বিশেষ এলাকার লোকজনকে রাখা হয়েছে।
ত্যাগী নেতাকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা না হলে পদত্যাগীরা আগামীতে ক্যামব্রিজ বিএনপির নতুন কমিটি ঘোষণা করবেন বলেও তারা জানান।
সভাপতির বক্তব্যে সংগঠনের দীর্ঘদিনের সভাপতি নেপুর মিয়া বলেন, যারা দীর্ঘদিন যাবত ক্যামব্রিজে বিএনপির রাজনীতির সাথে জড়িত, সবসময় দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন তাদের নাম দিয়েছিলাম; কিন্তু যুক্তরাজ্য বিএনপি তাদের প্রতি সুবিচার করেনি।
ক্যামব্রিজ বিএনপির কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন নেপুর মিয়া, আসাদুজ্জামান আহমদ, শামসুদ্দিন আহমেদ বাবলু, মাহবুব খান নোমান, হিরন আলী, লিলু মিয়া, আষম আলী, বদরুল ইসলাম সেলিম, শামসুল ইসলাম চৌধুরী, ইসহাক মিয়া সাজু, রেনু মিয়া, গোলাপ মিয়া, মোস্তাক আহমেদ মিসফা, জিল্লুর রহমান, খসরু মিয়া, আবুল চৌধুরী, দিলোয়ার হোসেন, ফয়ছল আহমেদ, জুনেদ আহমেদ, সুয়েবুর রহমান, ইমতিয়াজ আহমেদ, নাবিউল আলম নিকি, মুহিবুর রহমান, রশিদ আলী, আব্দুল মতিন, আমির চৌধুরী, মঞ্জুর আলী, মোস্তফা মিয়া, খালেদ মিয়া, সানু মিয়া, আনোয়ার মিয়া, রাহুল সিতু মিয়া, লিয়াকত আলী মিয়া, জিসান মিয়া, জাহানারা বেগম ও নিপা আক্তার।
চলতি মাসের প্রথম সপ্তাহে বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির ক্যামব্রিজ শাখায় কামাল হোসাইনকে সভাপতি, মনোয়ার আলীকে সিনিয়র সহ সভাপতি, শাহিন মিয়াকে সাধারণ সম্পাদক, মাহবুব খান নোমানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো শাহিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং শামছুদ্দিন আহমেদ বাবলুকে প্রধান উপদেষ্টা ও আসাদুজ্জামান আহমেদকে প্রথম উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করে দেন।
Leave a Reply