সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার, ২৮ মে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে কর্নেল মো রোকনুজ্জামান খাঁন, পিএইচডি; উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা এবং কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির পটভূমি ও তাৎপর্য্য নিয়ে আলোচনা করেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর বঙ্গবন্ধুর শান্তি পদক প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে প্রধান অতিথি অধ্যক্ষ চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির পঞ্চাশতম বছর। একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। বঙ্গবন্ধু শান্তি প্রতিষ্ঠার জন্য যে দর্শন বুকে ধারণ করতেন তা শুধু বাংলাদেশের জন্য নয়-সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ধারণ করেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, সারাবিশ্ব দুই ভাগে বিভক্ত, একভাগে শোষক আর একভাগে শোষিত। তিনি ছিলেন শোষিতের পক্ষে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শান্তি প্রতিষ্ঠার জন্য কখনও আপসের পথে হাঁটেননি। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply