সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার সকাল ১০টায় সিলেট চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে এতে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি প্রতিনিধি ড শিন ইয়ং সু বলেন, তাদের প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে শিল্প প্রতিষ্ঠান সমূহে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে থাকে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ সমূহে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রযুক্তিগত সহায়তা করে।
তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। তাদের প্রতিষ্ঠান সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে।
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বাংলাদেশ তথ্য-প্রযুক্তি খাতে দ্রুত উন্নতি লাভ করছে। বর্তমান সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তথ্য-প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার হাইটেক পার্ক ও সারা দেশে একশটি স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মতবিনিময়ে আরো অংশ নেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, গোল্ডেন হার্ভেস্টের নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম চৌধুরী, সানটেক এনার্জির মহাব্যবস্থাপক বদরুল আলম, সিলেট চেম্বারের সদস্য সিরাজুল ইসলাম ও জয়নুল আকতার চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, মো সাহিদুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, মুজিবুর রহমান মিন্টু, সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।
Leave a Reply