কোম্পানীগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা এম সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো ইকবাল হুসাইন, যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন, যুবলীগ নেতা জুমেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমদ, তাজউদ্দিন তাজ, হেলাল আহমদ, মুসলিম মিয়া, রুবেল, ছাত্রলীগ নেতা মো সাঈচ্ছা মিয়া, এম হাসান মাহমুদ, শিপন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক এখলাছ আলী, সুহেল মাহমুদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মুর্শেদ আলম, সহ সভাপতি হাবিব উল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, দক্ষিণ রণিখাই ছাত্রলীগের সভাপতি সাইস্তা মিয়া, মোস্তাকিম প্রমুখ।
এর আগে ১৮ই অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ বরাবরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়া তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেটের বিভাগীয় কমিশনার, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জামাত-শিবিরের নেতাকর্মীদের দিয়ে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply