র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে সিলেট মহানগরী থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত পৌণে ১০টার দিকে মহানগরীর মদিনা মার্কেটের এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় কোতয়ালি মডেল থানার মামলার পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট মহানগর পুলিশের সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।