নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে এখান থেকে ওখানে। কারণ আশ্রয় কেন্দ্রে জায়গা নেই। তবে নৌকা না থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত অবস্থায় বাড়িতেই অবস্থান করছে।
উপজেলা সদরে কোমর পরিমাণ পানি। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়ক তলিয়ে যাওয়ায় যান প্রায় চলাচল বন্ধ। ঝুকি নিয়ে কিছু যান চলাচল করছে। জলমগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ সরবরাহ নেই।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জানান, বন্যাকবলিত মানুষরা উদ্ধার পাওয়ার আশায় পথের দিকে চেয়ে আছে; কিন্তু বিদ্যুতের অভাবে মোবাইল ফোন বন্ধ থাকায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারছেনা। যাদের নৌকা আছে তারা নৌকায় আশ্রয় নিয়েছে। বেশ কিছু পরিবার বঙ্গবন্ধু সড়কে আশ্রয় নিয়েছিল; কিন্তু তাও তলিয়ে যাওয়ায় তাদেরকে অন্য কোথাও চলে যেতে হয়েছে।
উপজেলা প্রশাসন ৩৬টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এগুলো পরিপূর্ণ। তাই বন্যার্তরা সেখানেও যাওয়ার ভরসা পাচ্ছেনা।
Leave a Reply