নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ কোয়ারি এলাকার শারফিন টিলা সংলগ্ন মটিয়া টিলা ধসে ৫ পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় অতিরিক্ত জেলা হাকিম আবু সাফায়েত মো শাহেদুল ইসলাম জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মটিয়া টিলায় পাথর উত্তোলনকালে ২৩শে জানুয়ারি সকাল ৭টায় গর্ত ধসে ৫ শ্রমিক মারা যান। তারা সবাই নেত্রকোনার অধিবাসী। এই ঘটনার পরপর গোপনে লাশগুলো তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে লাশগুলোর দাফন করা হয় দ্রুত। পরবর্তী সময়ে পুলিশ লাশগুলোর সন্ধান পায়।
এ ঘটনার ব্যাপারে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা হাকিমকে (এডিএম) দিয়ে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয় তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি। পুলিশের তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দাখিল করেনি।
জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৪৭ জন পাথর ব্যবসায়ীকে এ ঘটনার জন্যে দায়ী করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply